০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নলছিটির দপদপিয়া বজ্রপাতে প্রাণ গেল মায়ের, ১৫ দিনের নবজাতক রইল অনাথ

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৬:২৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • 2

খান বশির

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। গতকাল সোমবার (২৮ এপ্রিল ২০২৫) বিকেল ৫টা ৩০ মিনিটে আকস্মিক বজ্রপাতে মৃত্যু হয়েছে, আসমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর।

মৃত, আসমা আক্তার স্থানীয় বাসিন্দা মোঃ রুবেল মাঝির স্ত্রী। মৃত্যুকালে তিনি সদ্য জন্ম নেয়া মাত্র ১৫ দিনের এক নবজাতক সন্তানের মা ছিলেন। হঠাৎ বিকেলের মেঘলা আকাশে প্রবল গর্জনের সাথে সাথে বজ্রপাত হলে আসমা আক্তার বাড়ির আঙিনায় ছিলেন। বজ্রপাতের তীব্র আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশী এবং স্বজনরা ভেঙে পড়েন কান্নায়। নবজাতক সন্তানটিকে কোলে নিয়ে সবাই দুঃখ প্রকাশ করেন—কারণ, মায়ের স্নেহভরা ছায়া হারিয়ে জীবনের শুরুতেই অনাথ হয়ে পড়ল সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হালকা বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। এ সময় আসমা আক্তার ঘরের কাজ শেষে সামান্য সময়ের জন্য আঙিনায় বের হয়েছিলেন। ঠিক তখনই বজ্রপাতের বিকট শব্দের সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে বজ্রপাতের এ দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বজ্রপাতের সময় ঘরের ভেতর অবস্থান করার আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি তুলেছেন।

আল্লাহ যেন সদ্য মাতৃহারা ওই নবজাতক শিশুকে সুস্থ ও নিরাপদ রাখেন—এ প্রার্থনা জানিয়েছেন সবাই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

নলছিটির দপদপিয়া বজ্রপাতে প্রাণ গেল মায়ের, ১৫ দিনের নবজাতক রইল অনাথ

নলছিটির দপদপিয়া বজ্রপাতে প্রাণ গেল মায়ের, ১৫ দিনের নবজাতক রইল অনাথ

আপডেট সময়: ০৬:২৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

খান বশির

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। গতকাল সোমবার (২৮ এপ্রিল ২০২৫) বিকেল ৫টা ৩০ মিনিটে আকস্মিক বজ্রপাতে মৃত্যু হয়েছে, আসমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর।

মৃত, আসমা আক্তার স্থানীয় বাসিন্দা মোঃ রুবেল মাঝির স্ত্রী। মৃত্যুকালে তিনি সদ্য জন্ম নেয়া মাত্র ১৫ দিনের এক নবজাতক সন্তানের মা ছিলেন। হঠাৎ বিকেলের মেঘলা আকাশে প্রবল গর্জনের সাথে সাথে বজ্রপাত হলে আসমা আক্তার বাড়ির আঙিনায় ছিলেন। বজ্রপাতের তীব্র আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশী এবং স্বজনরা ভেঙে পড়েন কান্নায়। নবজাতক সন্তানটিকে কোলে নিয়ে সবাই দুঃখ প্রকাশ করেন—কারণ, মায়ের স্নেহভরা ছায়া হারিয়ে জীবনের শুরুতেই অনাথ হয়ে পড়ল সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হালকা বৃষ্টির সাথে শুরু হয় বজ্রপাত। এ সময় আসমা আক্তার ঘরের কাজ শেষে সামান্য সময়ের জন্য আঙিনায় বের হয়েছিলেন। ঠিক তখনই বজ্রপাতের বিকট শব্দের সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে বজ্রপাতের এ দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বজ্রপাতের সময় ঘরের ভেতর অবস্থান করার আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি তুলেছেন।

আল্লাহ যেন সদ্য মাতৃহারা ওই নবজাতক শিশুকে সুস্থ ও নিরাপদ রাখেন—এ প্রার্থনা জানিয়েছেন সবাই।