০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক চেয়ারম্যান কবির হোসেন

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৫:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • 35

খান বশির বিডি ক্রাইম এলার্ট 

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোঃ মোকিম হোসেনের স্ত্রী ও মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কবির হোসেন হাওলাদারের মা ইন্তেকাল করেছেন। মরহুমার জানাজার নামাজ আজ শুক্রবার বিকাল ৪টায় ইউনিয়নের কামদেবপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।

সাবেক চেয়ারম্যান মোঃ কবির হোসেন বর্তমানে কারাবন্দি থাকায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজায় হাজারো মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন।

জানাজার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ।

এ সময় সাবেক চেয়ারম্যান কবির হোসেন বলেন, “আমার মা ছিলেন আমাদের পরিবারের মূল ভিত্তি। আজ তাকে হারিয়ে আমরা শোকাহত। সকলের কাছে মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই।”

এলাকাবাসীর মতে, মরহুমা ছিলেন একজন ধর্মপরায়ণ ও দানশীল নারী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, মোঃ কবির হোসেন হাওলাদার পূর্বে মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

নলছিটির দপদপিয়া বজ্রপাতে প্রাণ গেল মায়ের, ১৫ দিনের নবজাতক রইল অনাথ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক চেয়ারম্যান কবির হোসেন

আপডেট সময়: ০৫:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

খান বশির বিডি ক্রাইম এলার্ট 

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোঃ মোকিম হোসেনের স্ত্রী ও মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কবির হোসেন হাওলাদারের মা ইন্তেকাল করেছেন। মরহুমার জানাজার নামাজ আজ শুক্রবার বিকাল ৪টায় ইউনিয়নের কামদেবপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।

সাবেক চেয়ারম্যান মোঃ কবির হোসেন বর্তমানে কারাবন্দি থাকায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজায় হাজারো মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন।

জানাজার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ।

এ সময় সাবেক চেয়ারম্যান কবির হোসেন বলেন, “আমার মা ছিলেন আমাদের পরিবারের মূল ভিত্তি। আজ তাকে হারিয়ে আমরা শোকাহত। সকলের কাছে মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই।”

এলাকাবাসীর মতে, মরহুমা ছিলেন একজন ধর্মপরায়ণ ও দানশীল নারী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, মোঃ কবির হোসেন হাওলাদার পূর্বে মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।