প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৭:০৩ পি.এম
নলছিটি উপজেলা প্রেসক্লাবের সদস্য মজিবর জমাদ্দারের উপর অতর্কিত হামলা
বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা মজিবর জমাদ্দারের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে বাজার এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রে জানা যায়, নান্নু তালুকদার নামে এক ব্যক্তি হঠাৎ করে মজিবরকে লক্ষ্য করে বাজে ভাষায় গালাগাল করতে থাকেন এবং কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা চালান।
ঘটনার সময় বাজার এলাকায় উপস্থিত ছিলেন শহীদ তালুকদার ও জসিম। তারা জানান, “আমরা হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি মজিবর ভাইকে মারধর করা হচ্ছে। আমরা গিয়ে তাকে উদ্ধার করি এবং স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”
এই হামলায় মজিবরের একটি চোখে গুরুতর আঘাত লেগেছে বলে তার পরিবার জানিয়েছে। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেয়া হয়।
আহত মজিবর জমাদ্দার জানান, “আমার কারো সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। হঠাৎ করেই নান্নু তালুকদার এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং চড়াও হয়। আমি এ ঘটনার বিচার চাই এবং আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
ঘটনার পরপরই তালতলা বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অপরাধীর গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা জানান, “নান্নু তালুকদার দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছেন। বিভিন্ন সময় বিভিন্ন জনকে হুমকি দেওয়া, গালাগালি এবং এমনকি মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে নলছিটি থানার ওসি বলেন, “আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারো সাথে কোনোরূপ আপস না করে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।”
এদিকে এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
নলছিটির তালতলা বাজারের সাধারণ মানুষের দাবি, “এমন ঘটনা বারবার ঘটলে কেউ আর নিরাপদে চলাফেরা করতে পারবে না। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখুক।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত