ঈদের আনন্দে শহীদ পরিবারের ম্লান মুখ, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহানুভূতি
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
১০:৪৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- 21

ঈদের আনন্দে শহীদ পরিবারের ম্লান মুখ, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহানুভূতি
খান বশির বিডি ক্রাইম ডেক্স
ঈদের দিনটি সাধারণত আনন্দ ও উৎসবের সঙ্গে পালিত হয়। কিন্তু সব ঘরে এই আনন্দ পৌঁছায় না। গত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম তালুকদারের পরিবারের জন্য ঈদ এসেছে বেদনা আর শূন্যতা নিয়ে। গত ঈদে যে ছেলে বাবা-মায়ের জন্য নতুন জামা কিনে এনেছিল, আজ তার অবর্তমানে পুরো বাড়ি যেন খাঁ খাঁ করছে।
বৃদ্ধ পিতা সাদা পাঞ্জাবি পরেও ম্লান মুখে বসে আছেন, আর মা পুরনো কাপড়ে মুখ ঢেকে ঘরের কোণে শুয়ে আছেন। দেশের জন্য প্রাণ দেওয়া সেলিমের পরিবারের পাশে দাঁড়াতে ঈদের সকালেই তাদের বাড়িতে হাজির হন ঝালকাঠির অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
বিভাগীয় কমিশনার রায়হান কাওসারের নির্দেশে সকাল ১১টায় তারা শহীদ পরিবারের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন সেলিমের চাচা সাবেক কাউন্সিলর সরোয়ার তালুকদার, শাহীন তালুকদার, স্বপন তালুকদার ও স্থানীয়রা।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব শহীদ সেলিমের বাবা-মায়ের কাছ থেকে তাদের দুঃখ-কষ্টের কথা শুনে সরকারি সহযোগিতার আশ্বাস দেন। তিনি শহীদ সেলিমের সদ্য ভূমিষ্ঠ নবজাতকসহ পরিবারের সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎ শেষে অতিথিরা সেলিমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।