প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৩:০২ পি.এম
নলছিটিতে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
খান বশির বিডি ক্রাইম এলার্ট
নলছিটি দপদপিয়া ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১/৩/২০২৫/ দপদপিয়া জিরোপয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নলছিটি উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদ গাজীর উদ্যোগে এবং এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন তিমিরকাঠি হামিদিয়া হাফেজ ও নুরানি মাদ্রাসার মোহতামিম হাফেজ আল কাহাফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপদপিয়া ইউনিয়ন যুব মুছলীহিন সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। তারা জাতিসংঘের প্রতি ইসরায়েলের বর্বর হামলার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে দেশের তৌহিদী জনতাকে অর্থসহ অন্যান্য সহায়তা পাঠাতে হবে। একইসঙ্গে, ইসরায়েলি পণ্য বর্জন করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর অব্যাহত হামলা মানবতার জন্য হুমকি। বিশ্বের শান্তিকামী মানুষকে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক জনতা কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা দপদপিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ ধরনের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সমর্থন আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত