প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৮:৫১ এ.এম
নলছিটিতে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও বিশেষ দোয়ার আয়োজন
খান বশির
নলছিটি উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা ইসরাইলের সাম্প্রতিক বর্বরোচিত বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও বিশেষ দোয়ার আয়োজন করেছেন। শুক্রবার জুমার নামাজ শেষে নলছিটি মডেল মসজিদে ফিলিস্তিনি নিরীহ নাগরিকদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ইসরাইলি পণ্য বর্জনেরও ডাক দেন স্থানীয় মুসলমানরা।
বিক্ষোভকারীরা ইসরাইলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর বোমা হামলা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। স্থানীয় মুসলমানরা ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ইসরাইলের অর্থনৈতিক ক্ষতি সাধনের মাধ্যমে তাদের আগ্রাসন বন্ধের দাবি জানান।
এই আয়োজনে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। তারা ফিলিস্তিনিদের নিরাপত্তা ও শান্তির জন্য বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রচেষ্টা কামনা করেন। উপস্থিত সবাই ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় মুসলমানরা বলেছেন, প্রতিটি মুসলমানের দায়িত্ব ইসরাইলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তারা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা ও শান্তির জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া চান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত