নলছিটিতে কৃষি অফিসের নাম ব্যবহার করে প্রতারণা, চাষীদের সতর্ক থাকার আহ্বান
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৯:২৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- 24
খান বশির
নলছিটি উপজেলায় একটি প্রতারক চক্র কৃষি অফিসের নাম ব্যবহার করে চাষীদের ফোন দিয়ে প্রতারণা করছে। তারা বিভিন্ন কৃষি উপকরণ ও সহায়তা দেয়ার কথা বলে চাষীদের কাছ থেকে টাকা দাবি করছে। কৃষি অফিস থেকে কোনো ধরনের সহায়তা পেতে টাকা লাগবে না বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
সম্প্রতি বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেছেন যে, অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে কৃষি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারক চক্রটি বলছে যে, সরকারি প্রকল্পের আওতায় চাষীদের সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ও আর্থিক সহায়তা দেয়া হবে। তবে, এই সুবিধা পেতে হলে চাষীদের নির্দিষ্ট বিকাশ বা নগদ নম্বরে টাকা পাঠাতে বলা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এ বিষয়ে বলেন, “আমাদের দপ্তর থেকে যদি কৃষকদের জন্য কোনো সহায়তা বা উপকরণ বরাদ্দ করা হয়, তবে তা সরাসরি কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে প্রদান করা হয়। ফোন করে টাকা চাওয়া সম্পূর্ণ প্রতারণা। কৃষকদের প্রতি অনুরোধ, এ ধরনের ফোন পেলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা কৃষি অফিসে জানাবেন।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনও কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া, প্রতারকদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
নলছিটি উপজেলার কৃষকদের প্রতি অনুরোধ, সরকারি কৃষি সহায়তা পেতে সরাসরি উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন এবং ফোন কলের মাধ্যমে টাকা দাবি করলে সতর্ক থাকুন।