০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ১২:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • 34

 

খান বশির বিডি ক্রাইম এলার্ট

ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে মোঃ রুবেল হোসাইন ও তার ভাইসহ তাদের বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত ১৮ মার্চ সকালে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ রুবেল হোসাইনের পিতা আঃ খালেক মসজিদে যাওয়ার পথে অভিযুক্ত লোকমান খতিবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে লোকমান খতিব লাঠি দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে রুবেল হোসাইন ও তার ভাই আল-আমিন বাড়ি ফিরে সন্ধ্যায় অভিযুক্তদের কাছে ঘটনার কারণ জানতে গেলে আরও একবার হামলার শিকার হন। অভিযুক্তরা তাদেরকে বেধড়ক মারধর করে, এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে আঃ খালেকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রুবেল হোসাইন নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

নলছিটিতে যুবসমাজের দৃপ্ত অঙ্গীকার: বৈষম্যহীন বাংলাদেশের পথে এগিয়ে চলা

নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

আপডেট সময়: ১২:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

খান বশির বিডি ক্রাইম এলার্ট

ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে মোঃ রুবেল হোসাইন ও তার ভাইসহ তাদের বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত ১৮ মার্চ সকালে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ রুবেল হোসাইনের পিতা আঃ খালেক মসজিদে যাওয়ার পথে অভিযুক্ত লোকমান খতিবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে লোকমান খতিব লাঠি দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে রুবেল হোসাইন ও তার ভাই আল-আমিন বাড়ি ফিরে সন্ধ্যায় অভিযুক্তদের কাছে ঘটনার কারণ জানতে গেলে আরও একবার হামলার শিকার হন। অভিযুক্তরা তাদেরকে বেধড়ক মারধর করে, এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে আঃ খালেকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রুবেল হোসাইন নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।