প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৫:২১ এ.এম
সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় ১০ বছরের শিশু নিখোঁজ
খান বশির বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটি উপজেলার গৌরীপাশা গ্রামের মো. আলী মল্লিকের ১০ বছরের ছেলে আজ (মঙ্গলবার) সকালে সুগন্ধা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে। সকাল ৮টার দিকে বরগুনাগামী মিতালী-৫ লঞ্চের ধাক্কায় তার নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি একাই ছোট একটি নৌকা নিয়ে মাছ ধরছিল। এ সময় দ্রুতগতিতে আসা মিতালী-৫ লঞ্চটি নৌকাটিকে ধাক্কা দিলে সেটি মুহূর্তের মধ্যে ডুবে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা ঘটনাটি জানার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তা করতে পাঠিয়েছি। শিশুটির সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”
এদিকে, এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি লঞ্চটির চালকের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত