এয়ারপোর্ট থানার সামনে চলন্ত গাড়িতে হামলা, ছিনতাই ও হত্যার হুমকি
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
০৯:১৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- 37

বিডি ক্রাইম এলাট ডেক্স
বরিশালের এয়ারপোর্ট থানার অন্তর্গত কাশিপুর বাজারের কাছে এক ভয়াবহ ছিনতাই ও হুমকির ঘটনা ঘটেছে। চলন্ত গাড়িতে হামলা চালিয়ে এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে তার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. খাঁন আরিফ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মো. খাঁন আরিফ জানান, গত ১০ মার্চ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তিনি ঢাকা মেট্রো খ-১২-০৩-২৪ নম্বরের প্রাইভেট কারে কাশিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি আচমকা তার গাড়ির গ্লাসে আঘাত করে। তিনি গাড়ি থামালে তারা অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
আরিফ আরও অভিযোগ করেন, ওই দুর্বৃত্তরা তার গাড়ির দরজা আটকে রাখে এবং যাওয়ার সময় তার সামনে রাখা মানিব্যাগ ছিনিয়ে নেয়, যাতে ৫০০০ টাকা ছিল। শুধু তাই নয়, ছিনতাইয়ের পর তারা ভয়ংকর হুমকি দিয়ে বলেন, “পরবর্তীতে তোকে হত্যা করব।”
এসময় গাড়িতে তার মেয়েরাও উপস্থিত ছিল, যা পুরো ঘটনাটিকে আরও আতঙ্কজনক করে তোলে। নিজের সন্তানদের সামনে এমন ঘটনার শিকার হয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ভুক্তভোগী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইতোমধ্যে তিনি বরিশালের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই ঘটনার ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া রাতে চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও উঠেছে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।