কলেজ উন্নয়ন নয়, বছরে ২৬ লাখ টাকা বাড়ি ভাড়ায় ব্যয়! শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ
-
প্রতিনিধি
-
আপডেট সময়:
১১:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- 45

খান বশির বিডি ক্রাইম এলার্ট
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষকদের বিরুদ্ধে কলেজের নিজস্ব তহবিলের অর্থ থেকে বছরে প্রায় ২৬ লাখ টাকা বাড়ি ভাড়া গ্রহণের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠানের জরুরি উন্নয়ন কাজ ফেলে রেখে এই অর্থ শিক্ষকদের বাসা ভাড়ায় খরচ করা হচ্ছে, যা বিধিসম্মত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
কলেজটির বিভিন্ন শ্রেণিকক্ষের দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, বেঞ্চগুলো ভাঙাচোরা, কিছু দেয়ালে ফাটল ধরেছে, জানালাগুলো ভেঙে ঝুলছে। শিক্ষার্থীরা জানাচ্ছেন, বৈদ্যুতিক পাখার সংকটের কারণে গরমে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। এছাড়া সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ প্রবেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা।
অভিযোগ রয়েছে, কলেজ তহবিলে অর্থ জমা হলেই তা সংস্কারের বদলে শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতায় ব্যয় করা হয়। প্রতি মাসে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা, অর্থাৎ বছরে ২৬ লাখ টাকার বেশি শিক্ষকদের বাড়ি ভাড়ায় চলে যায়। অথচ এই অর্থ দিয়ে কলেজের অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হতো।
একজন শিক্ষানুরাগী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন যেন লুটপাটের জায়গা হয়ে গেছে। আগে মানুষ দান করতো, এখন অনেকে সভাপতির পদ বাণিজ্যিক স্বার্থে নেয়, সুবিধা ভোগ করে চলে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ শিক্ষার্থীরা।”
এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলে আসছে। অথচ কলেজের সংস্কার কাজের দিকে কারও দৃষ্টি নেই। আমরা এই অনিয়মের অবসান চাই।”
এ বিষয়ে শিক্ষার্থীরা নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান,
“একটি অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরানা পারভীনের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের বাড়ি ভাড়ার অনৈতিক সুবিধা বন্ধ করে সেই অর্থ দিয়ে কলেজের উন্নয়ন ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা হোক। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।