প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৮:১২ এ.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ শাহজালাল হোসাইন জিহাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোঃ মাইনুল ইসলাম।
গতকাল এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নতুন নেতৃত্ব ইসলামী মূল্যবোধের চর্চা, সমাজসেবা এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে বলে আশা করা হচ্ছে। সভায় অন্যান্য নেতারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানান এবং সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার পরামর্শ দেন।
এ সময় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। সংগঠনের নতুন কমিটি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে ন্যায়বিচার ও নীতির প্রশ্নে আপসহীন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত