ঝালকাঠির নলছিটি থানাধীন কুলকাঠি ইউনিয়নের বিহংগল গ্রাম থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. মুছা ওরফে বাদল হাং (পিতা: মো. মুজাহার হাং) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য (গাঁজা) সংক্রান্ত মামলায় আদালত আসামিকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। মামলার বিচার শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এই রায় ঘোষণা করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২:৩০ মিনিটের সময় নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা বিহংগল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, আসামিকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে।